চরফ‍্যাশনের রসুলপুর ইউনিয়নের মৎস‍্যজীবীলীগের দ্বি-বার্ষিক সম্মেলন।

 

মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি, দৈনিক প্রতিবাদ নিউজ, ভোলা, বরিশাল, বাংলাদেশ।

ভোলা জেলার চরফ‍্যাশন উপজেলার ১১ নং রসুলপুর ইউনিয়নের মৎস‍্যজীবীলীগের ঢাকঢোল বাজানো দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ৩০/০৬/২০২২ ইং তারিখে উপজেলার শশীভূষন বাজারের সদর রোডে রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে স্থানীয় বিভিন্ন স্তরের মৎস‍্য নেতাদের উপস্থিতিতে উক্ত সম্মেলন অনুষ্ঠান শুরু হতে দেখা যায়। উপজেলা মৎস্যজীবী লীগের নেতারাও ঐ অনুষ্ঠানের গুরুদায়িত্ব পালন করতে দেখা গেছে। বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ আবুল হোসেন পলফান অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে শশীভূষনের মৎস‍্য নেতাদের মধ‍্যে মোঃ শাহাদাত হোসেন ছাদু মোল্লা গুরুত্বপূর্ণ আওয়ামী রাজনৈতিক বক্তব্য রাখেন। অন‍্যান‍্য বক্তারা তাদের বক্তব্যে বিএনপি-জামায়াত আমলে উন্নয়নের নামে দেশের টাকা লুটপাটের সমালোচনা করেন। এমনকি আরো উল্লেখ করেন যে, বিএনপি-জামায়াত আমলে যারা নিজেদের অধিকারের দাবী জানিয়ে ছিলেন তাদের বাড়ি-ঘর লুটপাট করা হয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে এবং তাদের উপর নানাবিধ নির্যাতন বসানো হয়েছে। পৃথিবীতে মৎস্য উৎপাদনে দ্বিতীয় স্থানে আসা বাংলাদেশের বর্তমান আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়নের প্রশংসা করে বক্তারা বলেন যে, রসুলপুর ইউনিয়নের মৎস্যজীবী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব আব্দুল‍্যাহ আল ইসলাম জ্যাকব এমপিকে পুনরায় জাতীয় সংসদ সদস‍্য নির্বাচিত করার ভূমিকা পালন করবে। চরফ‍্যাশন উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি মোঃ সফিউল‍্যা পালোয়ান ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানতার উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন। ১১ নং রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহির পন্ডিত তার বক্তব্যে উল্লেখ করেন যে, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে নির্বাচিত করার কাজে নিয়োজিত থাকবেন। তিনি রসুলপুর ইউনিয়নের মৎস‍্যজীবীলীগের নয়া কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করে বলেন যে, ঘোষিত কমিটিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে নির্বাচিত করার জন‍্য যথেষ্ঠ। নয়া কমিটিতে সভাপতি পদে একক প্রার্থী মোঃ বাবুল ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী মোঃ রুবেল খলিফার নাম ঘোষণা দিয়ে সাংগঠনিক সম্পাদক পদের নামগুলো উল্লেখ করতে না করতেই পূর্নাঙ্গ কমিটির অনুমোদনের জন‍্য উপজেলা কমিটির উপর আস্থা জ্ঞাপন করার সাথে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে থাকা আবুল হোসেন পলফান দাওয়াতী উপস্থিতির ব‍্যর্থতায় আন্তরীক দুঃখ প্রকাশ করেন। ছবিতে উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি সফিউল্লাহ পালোয়ানকে বক্তব্য দিতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!