স্টাফ রিপোর্টার,ইনঞ্জিনিয়ার সাব্বির হাসান

বগুড়ার গাবতলী থানার সোনারায় ইউনিয়ন এর মাদক সম্রাট মোহাম্মদ আলীর স্ত্রী নাছিমা বেগম (৩৫) ফেনসিডিল সহ আটক। ঘটনা সুত্রে জানা যায় বৃহস্পতিবার গোপন সংবাদ এর ভিক্তিতে সোনারায় ইউনিয়ন এর বিট পুলিশিং এর দ্বায়িত্ব প্রাপ্ত চৌকস পুলিশ অফিসার শাহ আলম এর অভিযানে মাদক সহ হাতেনাতে আটক হয় নাছিমা বেগম। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় এই মোহাম্মদ আলী ও তার স্ত্রী অনেক দিন থেকে মাদক বেচাকেনার সাথে জরিত আছে। ইতি পূর্বে গাবতলী মডেল থানার পুলিশ বেশ কয়বার মাদক সহ আটক করেছে এবং একাধিক মাদক মামলার আসামি তারা। এলাকার জনগণ বলছে এই মোহাম্মদ আলীর অত্যাচারে এলাকার যুবসমাজ নষ্টের পথে তাছাড়া বহিরাগত দের মাদক এর অভয়ারণ্যে যেনো এই মোহাম্মদ আলীর বাড়ী। এলাকার লোকমুখে শোনা যায় মোহাম্মদ আলী দেশের সীমান্ত এলাকা থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, সহ হরেক রকম নেশা দ্রব্য বাসায় নিয়ে এসে মুদির দোকান ব্যবসার আড়ালে স্ত্রী কে দিয়ে মাদকের ব্যাবসা করে থাকে। জনমনে প্রশ্ন মাদক সহ আটক হওয়ার পড়েও তারা কি ভাবে মাদকের সাথে লিপ্ত থাকে জেল হাজত থেকে বেরিয়ে আসার পরেও বীরদর্পে পুনরায় মাদকের ব্যবসা চালিয়ে যায় তাদের সেল্টার দাতা কে। এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র বলেন মাদকের সাথে কোন আপোষ নেই নাছিমা বেগম এর বিরুদ্ধে দেশে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরো বলেন গাবতলী থানাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!