মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনামঃ
চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চুরির অভিযোগ, মামলা না করতে ভুক্তভোগীকে মারধর! সাংবাদিক রাসেল আহমেদ সাগরের পিতার ১২ তম মৃত্যু বার্ষিকী আজ আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে ১১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ,,,, রংপুরের সেনপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু- নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিকে অবাঞ্চিত ঘোষণা করলো সাধারণ শিক্ষার্থীসহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পঞ্চগড়ে 56 বিজিবি নীলফামারী ব‍্যাটালিয়ন কতৃক জন সচেতনতামুলক আলোচনা সভায় লেঃ & কর্নেল আসাদুজ্জামান হাকিম মহোদ্বয়। রংপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত যুগান্তর জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের বাবার মৃত্যু প্রবীণ আ’লীগ নেতা ছালেহ আহমেদ’র ৩৯ তম মৃত্যু বার্ষিকী আগামী ১৫ মে

কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার নি‌বে‌দিত “বিজয় নিশান উড়ছে ওই” শীর্ষক মনোরম গীতিনাট্য, নৃত্য ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার-

গত ২৯ শে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় চট্টগ্ৰাম থিয়েটার ইনষ্টিটিউটে কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার চট্টগ্ৰাম বিভাগীয় কমিটির উদ্যোগে “”বিজয় নিশান উড়ছে ওই” শীর্ষক মনোরম গীতিনাট্য, নৃত্য ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্টিতঃ হয়।
সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়ে উদ্ধোধন করেন কবি সংগঠক গেরিলা মুক্তিযোদ্ধা ও প্রধান উপদেষ্টা লায়ন মোঃ আবদুস শুক্কুর চৌধুরী , মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন গেরিলা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্যান্কের সাবেক যুগ্ম পরিচালক ফজল আহম্মদ, স্বাগত বক্তব্য রাখেনঃ প্রতিষ্টাতা ও পরিচালক কবি সুমন রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেনঃ কবি ছড়াকার আলোড়ন পত্রিকার সম্পাদক ও বিভাগীয় সাধারণ সম্পাদক নান্টু বড়ুয়া, উপস্থিত ছিলেন উপদেষ্টা লায়ন মোঃ শওকত উল ইসলাম। অনুষ্টানে সভাপতিত্ব করেনঃ কবি গীতিকার ও বিভাগীয় কমিটির সভাপতি অরুপ কুমার বড়ুয়া, চমৎকার উপস্থাপনায় ছিলেনঃ- বিশিষ্ট কবি ও বাচিকশিল্পী প্রতিমা দাস, সংঙ্গীতেঃ- উত্তম দাস, অর্জুন সেন, আদিত্য সেন, যন্ত্রসঙ্গীতে ঈশান দাশ, আবহ্ সঙ্গীতেঃ- রুবেল, মঞ্চ সজ্জায়ঃ -সোহেল রানা।
শ্রু‌তিনাটক,( ক‌বিতা) তোমা‌কে পা‌ওয়ার জন‌্য হে স্বাধীনতা,সংকলঃ বি‌শিষ্ট আবৃ‌ত্তি‌শিল্পী ঈ‌শিতা দাস অ‌ধিকারী! আবৃত্তি করেন যথাক্রমেঃ সুপ্রিয় কুমার বড়ুয়া, বনশ্রী বড়ুয়া রুমি , স্মরণিকা চৌধুরী, শিরিন আফরোজ, সুচী ভট্টাচার্য, আরেফা রাব্বি রাব্বী মিলি, রীতা ধর, শিমলা চৌধুরী, মুক্তা রানী দেবী, তটিনী বড়ুয়া জাহাঙ্গীর আলম, মানস কুমার বড়ুয়া, রাসু বড়ুয়া, মুন্না চৌধুরী, শ্রাবন্তী বড়ুয়া,ইলা বড়ুয়া, নোটন দাশ প্রমূখ। নৃত্য পরিবেশন করেনঃ- সায়ন্তিকা দত্ত ও অর্পিতা বড়ুয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Limon Kabir