এম শফিউল আলম আজাদ ঈদগাঁওঃ
দক্ষিণ চট্টগ্রামের কক্সসবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও’র কোরবানির পশুর হাট সিসি ক্যামেরা নিরাপত্তা ও জালনোট সনাক্তের মেশিনসহ স্বাস্থ্যবিধি মেনে বাড়তি সতর্কতা নিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট । ১ জুলাই থেকে সকল প্রকার বাড়তি সতর্কতা ও ক্রেতা-বিক্রেতাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং পুরো বাজার এলাকায় সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ সহ একাধিক সু-নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে ঈদগাঁও’র বৃহত্তম এই কোরবানির পশুর হাট। জানা যায়, ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখা সহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে বসছে এই পশুর হাট। এছাড়া ক্রেতা-বিক্রেতাদের ভিড় সামলানো, বাজারে ঢুকা ও বের হওয়া মনিটরিং, তাপমাত্রা পরিমাপ করা, দুর-দুরন্ত থেকে আগত পশু বেপারীদের থাকার ব্যবস্থা, সার্বক্ষনিক মেডিকেল টিম সহ একগুচ্ছ পরিকল্পনা নিয়েই পশুর হাট শুরু হয়েছে বলে জানান, ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স আর.এন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক রমজানুল আলম কোম্পানী। অন্যদিকে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখা, ভিড় সামলানো সহ কয়েকটি বিধি নিষেধ প্রতিদিন মাইকে প্রচার করা হবে বলেও তিনি জানান। সূত্রে প্রকাশ, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এই পশুর হাট ঈদগাঁও বাসস্টেশন সংলগ্ন মহা সড়কের দু’পাশ হয়ে ঈদগাহ কলেজ গেইট এলাকার উন্মুক্ত স্থানেও বাজারটি সম্প্রসারিত হয়েছে। গত করোনা মহামারির দুঃসময়েও সকল জল্পনা-কল্পনা শেষে অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে সর্বসাধারণের সেবা করার মানসিকতা নিয়ে সরকারি বিধি মোতাবেক ঈদগাঁও গরুর বাজারটি ইজারা নিয়েছিলেন বলে জানান মেসার্স আর.এন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক রমজানুল আমল কোম্পানী। তিনি আরো বলেন, বৃহত্তর ঈদগাঁওতে তথা – ইসলামপুর নতুন অফিস বাজার, ইসলামপুর বাজার ইসলামপুর, পোকখালী গোমাতলী বাজার, চৌফলদন্ডী নতুন মহাল বাজার, ইসলামাবাদ ডান্ডী বাজার।
ঈদগাঁও বাসষ্টেসনের মুখে ইদগড় রোডের মাথায় ঈদগাহ ইঊনিয়নের নাম ভাঙ্গিয়ে প্রতি গরু ছাগল মহিষ থেকে ৩০০টাকা করে অবৈধ ভাবে চাঁদা আদায় করছে। এ পশু বিক্রির অবৈধ বাজার ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। এছাড়া পশু কেনা-কাটা জন্য দিন-রাত ২৪ ঘন্টা পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা ররেছেন। সিসি ক্যামেরা নিরাপত্তা ও জালটাকা শনাক্তের মেশিন বসানো, পশু গাড়ীতে উঠা-নামানোর ক্ষেত্রে উচু স্তুপের ব্যবস্থাসহ অনলাইনের মাধ্যমে টাকা লেনদেনের সুবিধা রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!