এম শফিউল আলম আজাদ ঈদগাঁওঃ
কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে পৃথক সড়ক ডাকাতি সংগঠিত হয়েছে। এ ঘটনায় ডাকাতের প্রহারে আহত হয়েছে আব্দুস সালাম নামের এক ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত ঈদগাঁও কালির ছড়া এলাকার বদিউল আলম নামের এক ডাকাতকে ধৃত করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ধৃত ডাকাত বদিউল আলম পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে। অপর ঘটনায় বান্দরবানের আলী কদমের দুই গরু পাচারকারী অপহরণের শিকার হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। ১৫ জানুয়ারি দিবাগত রাত দেড় টা ও ভোরে পৃথক ঘটনা দু’টি ঘটে ঈদগাঁও চৌফলদন্ডী সড়কের পালাকাটা বটতলী পাড়া পয়েন্টের রেল লাইনের উপর। অপরটি ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনাস্থ সাততাঁরা ঘোনা নামক স্থানে।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির মুঠোফোনে জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। জালালাবাদের ঘটনায় ব্যবসায়ী আবদুস সালাম থেকে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে মারধর করে। অপর ঘটনায় ভোর ৫.৪০মিনিটের দিকে ২ ব্যক্তি ঈদগড় সড়ক দিয়ে ঈদগাহ আসছিল। এমন সময় ডাকাতের কবলে পড়ে অপহরণের শিকার হয়। তাদের উদ্ধারে পুলিশ সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিক পায়নি বলে জানান পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা তারা দুইজন মায়ানমার থেকে চোরাই পথে আসা গরু নিয়ে আসছিল। এদিকে হঠাৎ ঈদগাঁওতে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন সমাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পুলিশের নিয়মিত টহলের জোর দাবি জানান স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!