বরিশাল প্রতিনিধিঃ
বিএনপি নেতা ও সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে প্রধান আসামি করে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বরিশালে মামলা হয়েছে। ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় জেলার গৌরনদী মডেল থানায় মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী এ মামলা করেন।

শনিবার রাতে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আফজাল হোসেন এ তথ্য জানান। ওসি বলেন, মামলায় এরই ম‌ধ্যে এজাহার নামীয় ০৭ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়েছে।

পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলায় ইশরাকসহ ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনকে আসামি করা হয় মামলায়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইশরাকসহ নেতাকর্মীরা গৌরনদীর মাহিলাড়া আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল রাব্বি বলেন, বিএনপি নেতা ইশরাক দলবল নিয়ে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেন এবং লোকজনকে মারধর করেন। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে শনিবার (৫ নভেম্বর) বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদান করতে সড়ক পথে বরিশালে যাওয়ায় পথে গৌরনদীতে ইশরাকের গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগ। হামলায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত নয়জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!