
মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার,লোহাগাড়া, চট্টগ্রাম।।
আজ জাতীয় শোক দিবস।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতকানিয়া সরকারি কলেজে মিলাদ,দোয়া,শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর আবু বকর মজুমদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের উপধ্যক্ষ মহোদয় প্রফেসর আবু রায়হান মো. আশিকুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক জনাব মনছুরুল আলম ইরশাদ।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব জসিম উদ্দিন আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,ছাত্র-ছাত্রীবৃন্দ,প্রাণপ্রিয় বিএনসিসির ক্যাডেটবৃন্দ এবং রোভার স্কাউটস-বৃন্দ।সেসময় ক্যাডেট কর্পোরাল কাইসার হামিদ রিয়াদ এর নেতৃত্বে বিএনসিসি গার্ড অফ অনার প্রদান করে এবং বঙ্গবন্ধুর স্থপতি-তে পুষ্পস্তবক অর্পণ করা হয়।