মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার,লোহাগাড়া, চট্টগ্রাম।

বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সাতকানিয়া সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ,দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

সাতকানিয়া সরকারি কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠান ২৩ আগস্ট কলেজে ছাত্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রফেসর আবু বকর মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক, জনাব মনছুরুল আলম ইরশাদ।সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের সংস্কৃতি ও ইতিহাস বিভাগের অধ্যাপক, আহ্বায়ক, প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক,সহযোগী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।উপস্থিত ছিলেন কলেজের দায়িত্বরত বিভিন্ন কর্মচারীবৃন্দ,ছাত্রলীগের সদস্যবৃন্দ এবং রোভার স্কাউটবৃন্দ।আর্মি স্টাফ কর্পোরাল খান মনিরের অধীনে ক্যাডেট কর্পোরাল কাইসার হামিদ রিয়াদের নেতৃত্বে বিএনসিসি ক্যাডেটরা ওতপ্রোতভাবে দায়িত্ব পালন করে।বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরষ্কারওপড়দান করা হয়।বিভিন্ন ব্যস্ততার পরেও সবাই একত্রিত হয়ে অনুষ্ঠান সৌন্দর্য করে তোলে।বক্তব্য-তে তোলে ধরা হয় জয়ের সোপানের কথা,ভবিষ্যৎ জীবনের সাফল্যর কথা,ছাত্র-ছাত্রীদের কথা,স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণের কথা।পরিশেষে, হৃদয়বিদারক কান্নায়,অবসান হৃদয়ের ব্যাথায় দোয়ার আর্জি’র জন্য মোনাজাত করে এবং ভোজনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: