
মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার,লোহাগাড়া, চট্টগ্রাম।
দ্বিসহস্রাধিক কবিদের নির্বাচিত কবিতা নিয়ে প্রকাশিত হবে, বাংলা তথা বিশ্বসাহিত্যের সর্ববৃহৎ কাব্য সংকলন |
বাংলা ও বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি করতে ভারতীয় তথা বিশ্বসাহিত্যের ইতিহাসে এক যুগান্তকারী কালজয়ী মহাকাব্য সংকলন প্রকাশিত হবে ৷ সম্ভাব্য২০২৪ সালের কোনো এক শুভ মুহুর্তে৷ A4 সাইজের কাগজে বিশ্বমানের হরফে, ইন্টারন্যাশানাল স্টান্ডার্ড বুক নাম্বার(ISBN) সহ ২০৩২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ বই ছাপা হবে।
মোড়ক উন্মোচিত হবে দেশ বিদেশের গুনীজন এবং কবিদের উপস্থিতিতে সম্ভাব্য
আন্তর্জাতিক নেতাজী ইনডোর স্টেডিয়াম কোলকাতায় ৷
ইতিমধ্যে দেশ বিদেশের গুণী জন অতিথি ও প্রথিতযশা কবি সাহিত্যিক ও সাংবাদিকদের সাথে
বাক্যালাপ করা হয়েছে, সকলের থেকেই সবুজ সংকেত পাওয়া গেছে
বইটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে বলে আশা রাখি৷
যে সব কবিদের লেখা নির্বাচিত হবে এবং এই জীবন্ত কালজয়ী মহাকাব্য সংকলনে স্থান পাবে, তাঁরা বাংলা সাহিত্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবেন এবং সাক্ষী হয়ে থাকবেন এক অবিস্মরনীয় মহা কীর্তির ৷
———————————-
দ্বিসহস্রাধিক কবির নির্বাচিত কবিতা নিয়ে প্রকাশিত হবে বাংলা কাব্য সাহিত্যের যুগান্তকারী কালজয়ী
” দু’হাজার বছরের সর্ববৃহৎ কাব্য গ্রন্থ”
শর্তহীন ও স্বরচিত
কবিতা ১২থেকে ৩০
লাইনের মধ্যেদুটি পাঠাতে
হবে।একটি নির্বাচিত হবে ৷
সম্পাদনায়
প্রবীর কুমার বিশ্বাস
আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র
435, Purba sinthi road
South Dum Dum
Kolkata-700030
West Bengal,INDIA
Mobile no.8274974622
prabirbiswas119@gmail.com
prabirkumarbiswas555@gmail.com
যুগ্ম সম্পাদক-
উত্তম দেবনাথ
ও
রূপালী ঘোষ
সম্পাদক মণ্ডলী:
নীতা কবি মুখার্জি
ইলিয়াস আহমেদ
ছন্দা দাম
সুব্রত চক্ৰবর্তী
চৈতন্য দাস
দ্বিজেন্দ্র লাল ঢালী
শ্যামল সমাজদার
সুশান্ত পাড়ুই
দ্বিসহস্রাধিক কবির নির্বাচিত একটি মহাকাব্যের সমন্বয় ৷
লেখা ছাপাতে টাকা লাগবে না।
বিষয়ঃ- উন্মুক্ত।( গদ্য /পদ্য ) ধর্মীয় উস্কানি মূলক, অশ্লীলতা ও রাজনীতি বর্জিত হতে হবে ৷
ভারত, বাংলাদেশ ,মায়ানমার, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, জার্মান , আমেরিকা সহ বিশ্বের যে কেউ লেখা দিয়ে অংশ গ্রহণ করতে পারবেন। প্রবাসী বাঙালিরাও অংশগ্রহণ করতে পারবেন।
যা যা দিতে হবেঃ-
১/ এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি। কোনও প্রকার ফুল ছবি, মডেলিং ছবি গ্রহণযোগ্য নয়।
২/ লেখকের পূর্ণ নাম
৩/ পূর্ণ ঠিকানা, পিন কোড সহ।
৪/ মোবাইল নাম্বার
৫/ ইমেইল যদি থাকে।
৬/ অপ্রকাশিত লেখা ফেরৎ দেওয়া সম্ভব নয় ৷
৭/ কবিতা/ সর্বনিম্ন ১২ লাইন, সর্বোচ্চ ৩০ লাইন।
৮/ আপনার লেখাটি শতভাগ স্বরচিত হতে হবে, শতভাগ স্বরচিত লেখা না হলে লেখাটি বাতিল করা হবে ৷
৯/ প্রকাশিত বা অপ্রকাশিত যে কোনও লেখা দিতে পারবেন।
১০/ লেখাটি নির্ভুল বানানে টাইপ করে অথবা কপি পেষ্ট করে পাঠাতে হবে ৷ কোনও প্রকার ইমেজ, ছবি জাতীয় বা ফটোকপি লেখা গ্রহণযোগ্য নয় ৷
১১/ আপনার লেখা জুরিবোর্ড কর্তৃক মনোনীত হলে/নির্বাচিত হলে পরবর্তীতে পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
১২/একজন কবি-লেখক একবারই লেখা জমা দেবেন; একাধিকবার জমা দিলে সেই লেখা বাতিল বলে গণ্য হবে | অন্যের লেখা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷
১৩/ প্রত্যেক কবিকে কবিতার সাথে ১০০ শব্দের মধ্যে কবি পরিচিতি লিখে পাঠাতে হবে । কবির ছবি সহ তা ছাপা হবে ৷
১৪. বিশ্বমানের এই অমূল্য গ্রন্থটি যদি কেউ নিজের সংগ্রহে রাখতে চান, তবে প্রত্যেক কবিকে মুদ্রিত মূল্য থেকে ৫০% ছাড় দিয়ে সৌজন্য সংখ্যা দেওয়া হবে। ডাকমাশুল স্বতন্ত্র৷
১৫/ দ্বিসহস্রাধিক কবির ঠিকানা ফোন নং সহ জীবনপঞ্জী অন্তর্ভুক্ত করা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি অসামান্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
১৬. প্রত্যেক কবির জন্য একটা পৃষ্ঠা বরাদ্দ থাকবে
সেখানে একটা কবিতা, কবির ছবি ও কবি পরিচিতি থাকবে ৷ যেহেতু A4 সাইজের কাগজে বইটি ছাপা হবে
তাই যথেষ্ট জায়গা পাওয়া যাবে ৷
লেখা পাঠানোর whats app. no
Prabir Kumar
8274974622
Uttam Debnath
8697590417
রূপালী ঘোষ
6290949546
Nita Kobi Mukherjee
8637317189
Chhanda Dam
7636966417
সুব্রত চক্রবর্তী
9331834629
চৈতন্য দাস
6295266344
দ্বিজেন্দ্র লাল ঢালী
8145063781
শ্যামল সমাজদার
9748057341
সুশান্ত পাড়ুই
9674110665
লেখা পাঠানোর সময়সীমা ৩১শে অক্টোবর ২০২৩ পর্যন্ত ৷
বিশ্বমানের এই বইটির মুদ্রিত মূল্য নির্ধারিত হয়েছে ২১০০ টাকা যদি কোনো কবি বইটি নিজের সংগ্রহে রাখতে চান তাহলে ৫০% ছাড় দিয়ে ১০৫০ টাকায় একটি সৌজন্য সংখ্যা দেওয়া হবে ৷ একাধিক বই টাকা দিলেও দেওয়া সম্ভব হবে না।
(অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি এখানে শুধু নবীন লেখকরাই নয়
কৃষ্ণা বসু , আরণ্যক বসু , জয়দীপ চট্টোপাধ্যায় , বাংলাদেশও ভারতের প্রথিতযশা কবি
তৌফিক জহুর
বাংলা ফিল্ম- ইন্ডাষ্ট্রির খ্যাতনামা চিত্রনাট্যকার ও বহু মেগা- ধারাবাহিকের লেখিকা
অনিন্দিতা সেনগুপ্ত ভট্টাচার্য,
শুভ দীপ রায় সহ অনেক প্রবীন এবং প্রথিতযশা কবিরাও লেখা পাঠাচ্ছেন , সকলেই তাঁদের সেরা লেখাটি দিচ্ছেন,
লেখা দিয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা এবং পশ্চিমবঙ্গ সরকারের একজন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (মোড়ক উন্মোচনে থাকবেন)
থাকছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সহ বিশ্বের দশজন খ্যাতনামা ব্যক্তির শুভেচ্ছাপত্র )
বিঃদ্রঃ আপনার লেখা নির্বাচিত হলে অবশ্যই ছাপা হবে, ছাপার জন্যে কোনো টাকা লাগবে না ৷ তবে আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ। বইটা আপনার সংগ্রহে রাখবেন কিনা সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, ঠিক সময়ে আমরা জানতে চাইবো বইটি কে কে সংগ্রহে রাখবেন ৷
(ঘোষণা পত্রটি প্রকাশিত হলো আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র কলকাতার সৌজন্যে)
এখানে থাকছে আমার লেখা কিছু নিয়ম
কবিতাটি পৃথিবীর বৃহত্তম কাব্যগ্রন্থের জন্যে– যা আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছে ৷