মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার,লোহাগাড়া, চট্টগ্রাম।

বর্ণাঢ্য আয়োজনে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাবেক অধ্যক্ষ শিব শংকর শীলের বিদায় সংবর্ধনা

 

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, সাবেক অধ্যক্ষ শিব শংকর শীলের সংবর্ধনা ২২ আগস্ট, কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গভর্নিং বডির সভাপতি জননেতা নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জালাল উদ্দীন চৌধুরী। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অদূর সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য স্বপ্ন নিয়ে মেধা ও পরিশ্রমের সমন্বয়য়ে এগিয়ে যেতে হবে। এই ধারাবাহিকতায় দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হওয়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।

 

কলেজ গভর্নিং বডি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি জননেতা নুরুল আবছার চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভালো ফলাফল ও পড়াশোনায় ধারাবাহিকতার বিকল্প নেই। সাতকানিয়া উপজেলাকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার লক্ষে নি:স্বার্থে কাজ করে যাচ্ছি। তাই গরিব ও অসহায় শিক্ষার্থীর জন্য এই কলেজে রীতিমতো সহায়তা দিয়ে আসছে।

 

অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন ও আরিফুর রহমানের সঞ্চালনায় বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার। তিনি বলেন, নুরুল আবছার চৌধুরী সাতকানিয়া আদর্শ মহিলা কলেজকে যেভাবে সাজিয়েছেন, তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।

 

আরও বক্তব্য দেন, বিদায় সংবর্ধিত সাবেক অধ্যক্ষ শিব শংকর শীল, নুরুল ইসলাম, গভর্নিং বডির সদস্য মো. নজরুল ইসলাম, মোহাম্মদ কামাল উদ্দীন, বিজয় স্মরণী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ইসমাঈল মুহাম্মদ রাশেদ, জাকিয়া সোলতানা, রহিমা আকতার , জান্নাতুল আফরাইম প্রমুখ।

 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা ও গান পরিবেশন শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায় শিক্ষার্থীদের পক্ষে থেকে কলেজ গভর্নিং বডির সভাপতিকে শিক্ষার ফেরিওয়ালা উপাধি দিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয় । কলেজে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী নায়লা বলতে আলম, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন জান্নাতুল আফরাইম। অনুষ্ঠানে বিগত ২০২২ সালে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: