জিয়াউল ইসলাম জিয়া,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার সোনাগাজী মডেল থানাধীন মুহুরী প্রজেক্ট এলাকার একটি হোটেল এর সামনে পাকা রাস্তার উপর বস্তা ভর্তি মাদকদ্রব্য নিয়ে গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৭ আগস্ট ২০২৩ ইং তারিখ বর্ণিত স্থানে হাজির হওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি আঁচ করতে পেয়ে মাদক কারবারীরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জাকির হোসেন (৫২), পিতা- মৃত মোফাজ্জল হোসেন চকিদার এবং ২। মোসাঃ মনোয়ারা বেগম (৩৫), স্বামী- শামসুল আলম @ মোঃ সেলিম, পিতা- মমতাজ উদ্দিন, উভয়ের সাং- লাইটহাউজ, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার’দ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী করে তাদের দেখানো ও সনাক্তমতে ০২ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ২০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিকমূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লক্ষ টাকা।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন থানায় সর্বমোট ০৬ টি মাদক মামলা রয়েছে। এছাড়াও আসামী মোসাঃ মনোয়ারা বেগমের নামে চট্টগ্রাম এবং ফেনী জেলার বিভিন্ন থানায় সর্বমোট ০৩ টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: