
হলদিয়ায় নজীরিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজিমুশশান মাহফিল কাল শনিবার
প্রিয় আশেকানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আগামী কাল ১৫ অক্টোবর ২০২২ইং ১৮ রবিউল আওয়াল ১৪৪৪ হিঃ শনিবার সারাদিন ব্যাপি হলদিয়া নজিরীয়া সমাজ কল্যাণ পরিষদ এলাকা বাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশশান নুরানি মাহফিল।
মাহফিলে উদ্ভোধক থাকবেন হলদিয়া বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবুল বশর ছাহেব,
মাহফিলে সভাপতিত্ব করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ (রাউজান উত্তর) সেক্রেটারি আল্লামা ইদ্রিস আনসারী মাঃজিঃআঃ,
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকিবেন আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মুনাজেরে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা মুফতি জসিম উদ্দীন আল ক্বাদেরী মাঃজিঃআঃ, এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী মাওলানা তরুণ ইসলামী লেকচারার মাওলানা ওবায়দুল্লাহ, বিশেষ কক্তা হিসেবে উপস্থিত থাকিবেন চাদতেলী বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ সেলিম রেজা নূরী, মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখবেন রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা দিদারুল আলম আলকাদেরী।
উক্ত মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষথেকে সুন্নী মুসলিম মিল্লাত কে প্রতি দ্বীনি দাওয়াত করেছেন।
সালামান্তে –
হলদিয়া নজিরীয়া সমাজ কল্যাণ পরিষদ ও এলাকা বাসী এবং প্রবাসী সদদ্য বৃন্দ।
উক্ত মাহফিলে আপনারা দল দলে যোগ দান করে উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন।