
অদ্য ১৫ই সেপ্টেম্বর ২০২৩ইং রোজ শুক্রবার অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যাবসায়ী সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে দপ্তর সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সৎ, যোগ্য, নির্ভীক এবং প্রতিশ্রুতিশীল নেতৃত্ব, তারুণ্যের অহংকার আরমান শেখ (পাখি)।
প্রতিক্রিয়া জানতে চাইলে নবনির্বাচিত দপ্তর সম্পাদক আরমান শেখ (পাখি) বলেন, “সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যাবসায়ী সমিতিকে সার্বিকভাবে উন্নয়ন করার জন্য আমি সকলকে সাথে নিয়ে কাজ করবো। সমিতির ভোটারগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি তাদের আস্থা ও ভরসার শতভাগ প্রতিদান দিবো ইনশাআল্লাহ”।