সুৃনামগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে বর্ন্যাত ৩৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

 

আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুৃনামগঞ্জ সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৫০টি পরিবারের সদস্যদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারীব পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে তার দলের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের সদরগড়,অচিন্তপুর,পুরান লক্ষণশ্রী গুচ্ছ গ্রাম ও মুজিব পল্লীতে বন্যার্ত এসব মানুষজনের মধ্যে শুকনো খাবার হিসেবে চিড়া,মুড়ি,বিশুদ্ধ পানী,বিস্কুট বেড বিতরণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্ট্রেশন অফিসার নিউটন দাস তালুকদার ও লিডার মো. আবুল হোসেন প্রমুখ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেছেন,মানবিক দৃষ্টিকোণ থেকে এই মহাসংকটকালীন সময়ে বন্যার্তদের পাশে দাড়াঁনো হচ্ছে একটি মহৎ কাজ। তিনি এই দূর্যোগে বন্যার্তদের পাশে দেশ ও সমাজের বিত্তবানদের এগিয়ে এসে মানবিকতার হাত প্রসারিত করতে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!