মোঃ আল আমিন ইসলাম স্টাফ রিপোর্টার:

অভিযুক্ত আসামী মোঃ শাহালম মিয়া ওরফে আলম (৫১), পিতা-মোঃ তছলিম উদ্দিন বিধবা নারী ভিকটিম এর অসহায়ত্বের সুযোগে নানা প্রকার কুপ্রস্তাব দেয় এবং বিয়ে প্রলোভন দেখায়। গত ২৩ এপ্রিল ২০২৩ তারিখ রাত্রে ভিকটিম বাড়ীর আঙ্গিনায় টিউবওয়েলের পাড় গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা আসামী মোঃ শাহালম মিয়া ওরফে আলম (৫১) ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম আসামীকে বিয়ের কথা বললে আসামী বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং এক পর্যায় বিয়ে করতে অস্বীকার করে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনায় মামলা রুজু হলে ধর্ষক গ্রেফতার এড়াতে পালিয়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে র‌্যাব-১৩, রংপুর ছায়া তদন্ত শুরু করে।
র‌্যাব-১৩, রংপুর, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নারী ধর্ষণ মামলার একমাত্র আসামী মোঃ শাহালম ওরফে আলম (৫১), পিতা-মোঃ তছলিম উদ্দিন, সাং-তুলশীপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ শাহালম মিয়া ওরফে আলম (৫১) উপরোক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে রংপুর জেলার মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: