আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালী সুবর্ণচর উপজেলার উত্তর চর জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ছাত্র-ছাত্রীরা বসার বেঞ্চের লোহার ফ্রেইম চুরি করে আত্মসাতের অভিযোগ উঠেছে।

সুবর্ণচর উপজেলার( উপজেলা হালিম বাজার) উত্তর চরজুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্রের লোহার ফ্রেইম ট্রাক্টরটলি করে নিয়ে যেতে দেখে স্থানীয় লোকজনের বাধার মুখে পড়ে ।
জানা যায়, ইমাম, সুমন, রাসেল, কাশেম আরো অনেকে জানান, মালামালগুলো ট্রাক্টরটলি করে নিয়ে যাবার সময় স্থানীয় লোকজন মালামালগুলো আটক করে উপজেলা শিক্ষা অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কে অবহিত করলে তারা বলে আমরা এ ব্যাপারে কিছুই জানিনা।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু জাহের ( ভারপ্রাপ্ত) সূত্রে জানা যায়, খবর পেয়ে আমি সাথে সাথেই স্কুলে গিয়েছিলাম, প্রধান শিক্ষিকা ফারহানা ইয়াসমিন সরকারের নিয়ম অমান্য করে স্কুলের পুরাতন ভান্সের লোহার ফ্রেইম স্কুল ম্যানেজিং কমিটির রেজুলেশন করে বিক্রি করেছে বলে আমাকে জানান। আমি সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসার কে জানালে উপজেলা নির্বাহি অফিসার আমাকে বলে সরকারি মালামাল এভাবে বিক্রি করার কোন নিয়ম নাই টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে হয় মালামালগুলো স্কুলে ঢুকিয়ে রাখার জন্য বলেন।

উপজেলা নির্বাহি অফিসার চৈতি সর্ববিদ্যা জানান, সরকারি মালামাল এভাবে বিক্রি করার নিয়ম নাই, আমরা উপজেলা শিক্ষা অফিসার কে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

প্রধান শিক্ষিকা ফারহানা ইয়াসমিন জানান, স্কুলের উন্নয়ন কাজের জন্য স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মতে একটি রেজুলেশন হয় এই রেজুলেশানে স্কুলের পুরাতন ব্যান্ডের লোহার ফ্রেইম বিক্রি করে স্কুলের উন্নয়ন কাজে লাগানো হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার রেজুলেশন খাতা স্কুলে নাই ফটোকপি করার জন্য বাসায় নিয়েছি।

এব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান জানান, লোহার ফ্রেইম বিক্রির ব্যাপারে আমার কিছু জানা নেই। স্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য শামসুদ্দিন জামান, স্কুলের উন্নয়ন কাজের জন্য লোহার ফ্যানগুলো বিক্রি করবে এই মর্মে আমাদের একটা মৌখিক আলোচনা হয়েছে তবে কোনো রেজুলেশান করা হয়নি এবং উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার কে জানানো হয়নি।

উপজেলা শিক্ষা অফিসার আরো জানান, খবর পেয়ে জেলা শিক্ষা অফিসার এসেছে মালামালগুলো নিলামে বিক্রি করার জন্যে বলে গিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: