আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-



নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছেন।

নিহত জান্নাতুল ফেরদাউস জান্নাতি (৭) উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া হাজী বাড়ির মো.ইউসুফের মেয়ে। সে স্থানীয় রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চর আমানউল্যাহ ইউনিয়নের নূরানী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে একটি মালবাহী ট্রাক সুবর্ণচর উপজেলার চরবাটা ভূঁইয়ার হাটের উদ্দেশ্যে যাত্রা করে, বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকটি সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের নূরানী ফিলিং স্টেশনের সামনে জান্নাতিকে চাপা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে, মাথায় গুরুত্বর আঘাত পায়, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ বাবু দেব প্রিয় দাশ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। এ ব্যাপারে নিহত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Don`t copy text!
%d bloggers like this: