
একেমিলন সুনামগঞ্জ থেকে :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবসে সুনামগঞ্জে কাঙালি ভো জের আয়োজন করেছে জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা।
মঙ্গলবার দুপুর থেকে এই এ কর্মসূচি পালন করা হয়েছে। তার আগে রাত থেকে শুরু হয় রান্নার প্রস্তুতি।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের পৌর বিপনি চত্বরে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ ফাউন্ডেশন চেয়ারম্যান মো: সেলিম আহমদ নেতাকর্মীদের নিয়ে অসহায় মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ কার্যকরী সভাপতি মজিদ খাঁন সেলিম, জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, যুব শ্রমিকলীগ সাধারণ সম্পাদক একে মিলন আহমেদ, পৌর শ্রমিকলীগ আহবায়ক সালেক আহমদ, সদস্য সচিব তৈয়বুর রহমান রাজ প্রমুখ।