
একে মিলন সুনামগঞ্জ থেকে
সুনামগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা
সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক
এ জে এম রেজাউল আলমের সভাপতিত্বে প্রধান
অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কর্মকর্তা সুচিত্রা রায়, এফআইবিডিবি’র সিলেট বিভাগীয় ব্যবস্থাপক নজরুল ইসলাম মজ্ঞুর, প্লান ইন্টারন্যাশনালের চাইল্ড স্পেশালিষ্ট সুমনা চৌধুরী, এফআইবিডিবি’র জেলা সমন্বয়ক জাহেদ আহমেদ।
মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,
সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি একে মিলন আহমেদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক আমাদের সময় সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদার, আর টিভির জেলা প্রতিনিধি শহিদ নুর, দৈনিক বিজয়ের কন্ঠ জেলা প্রতিনিধি আব্দুস শহিদ প্রমুখ।