
একে মিলন সুনামগঞ্জ থেকে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রকৌশল, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুব মহিলালীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল নির্বাহী প্রকৌশলী মো: কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী পারভেজ ইষেন, সহকারী প্রকৌশলী শুভ্র দেবনাথ, কম্পিউটার অপারেটর ফরহাদ হোসেন সহ শিক্ষা প্রকৌশলের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।