আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচন। ইতোমধ্যেই প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই।

সিরাজগঞ্জে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আওয়ামীগের মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক (মন্ত্রী) আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। সংরক্ষিত সদস্য পদে ২০ জন এবং সাধারণ সদস্য পদে ৫২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।

সংরক্ষণ মহিলা সদস্য পদে ১নং ওর্য়াডের ৯জন,২নং ওর্য়াডে ৩জন,৩নং ওর্য়াডে ৮জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওর্য়াডে ৫জন,২নং ওর্য়াডে ৭জন,৩নং ওর্য়াডে ৫জন,৪নং ওর্য়াডে ৫জন,৫নং ওর্য়াডে ৬জন,৬নং ওর্য়াডে ২জন,৭নং ওর্য়াডে ৯জন,৮নং ওর্য়াডে ৭জন,৯নং ওর্য়াডে ৬জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সংরক্ষিত আসনে ১নং ওর্য়াডে প্রার্থীরা হলেন, জুই পারভীন বিশ্বাস,কাজী সেলিনা পারভীন,নুরে ফতিমা,নাসরিন ইসলাম,আয়েশা সিদ্দিকা,মেরিনা খাতুন, তানমীর সুলতানা রনী,বিলকিছ খাতুন,ফরজানা সিদ্দিকা অপু।

২নং ওর্য়াডের প্রার্থীরা হলেন,কামরুন্নাহার, লিনা হক লুৎফা,পরি খাতুন,৩নং ওর্য়াডের প্রার্থীরা হলেন,সিমা পারভীন,এলিজা খাতুন,রোজিনা,নারগীছ খাতুন,ফারজানা ফেরদৌসী, মীর জান্নাতুল ফেরদৌসী,লাবনী খাতুন,ফারজানা বাবলী।

সাধারণ সদস্য পদে ১নং ওর্য়াডে প্রার্থীরা হলেন,গোলাম মোস্তফা তালুকদার,সাইফুল ইসলাম,সাইদুল ইসলাম,মসলেম উদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম।
২নং ওর্য়াডে প্রার্থীরা হলেন,খালেদ মোশারফ,আরাফাত রহমান খান,গাজী ফজলুর রহমান খান,মিজানুর রহমান,গোলাম আজম তালুকদার, একরামুল হক,হামিদুর ইসলাম।
৩নং ওর্য়াডে প্রার্থীরা হলেন,সুমাইয়া পারভীন,আমিনুল ইসলাম,কামরুল হাসান,আব্দুল আজিজ,আশিক আহমেদ।
৪নং ওর্য়াডে প্রার্থীরা হলেন,ফিরোজ উদ্দিন খান,রফিকুল ইসলাম,সুমন সরকার,গোলাম মোস্তফা,শুভন সরকার।
৫নং ওর্য়াডে প্রার্থীরা হলেন,শরিফুল ইসলাম,জালাল উদ্দিন, আবুল বাসার,সিরাজুল ইসলাম,দেওয়ার হোসেন,আছাব আলী।

৬ নং ওর্য়াডে প্রার্থীরা হলেন,গোলাম মোস্তফা, জাহিদুল ইসলাম।
৭ নং ওর্য়াডে প্রার্থীরা হলেন,শামছুল আলম,মাজেদ আলী,ফারুক সরকার, সাহেব আলী,কে এম নাছির উদ্দিন,মিজানুর রহমান,ইকবাল হোসেন,আব্দুল রহিম,সেলিম আকতার,শাহজাহান প্রামানিক,আমিনুল ইসলাম,আঃ হামিদ আকন্দ,আব্দুল মজিদ খান,কামরুল ইসলাম,শরীফুল ইসলাম শরিফ,আলহাজ আলী।

৯ নং ওর্য়াডে প্রার্থীরা হলেন,সাইফুল ইসলাম,ফজলুর রহমান,মাসুদ রানা,রাশেদুল ইসলাম,গনি মোল্লা,শরীফুল ইসলাম।

উল্লেখ্য,১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর । আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর । প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!