
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৃথক স্থান থেকে ছাত্রীসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তারা হলো, ওই উপজেলার পাড়কোলা গ্রামের আফান আলীর মেয়ে ও স্থানীয় স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী জাহানারা (১১) এবং একই এলাকার ঘুরশাল গ্রামের হক সাহেবের ছেলে আব্দুল আলিম (৩৫)। এ দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সকালে ওই স্কুল ছাত্রী নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। তবে কি কারণে সে অকালে আত্মহত্যা করেছে এখনও তা জানা যায়নি।
এদিকে শনিবার রাতে আব্দুল আলিম নিখোঁজ হয়। রোববার সকালে ওই গ্রামের মাঠে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং একটি বিষের বোতল জব্দ করেছে। তবে এটি হত্যা না আ্মেহত্যা তা এখনও জানা যায়নি।
বিকেলে মরদেহ দু’টি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।