
সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ভাংচুর ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় মহল্লার ৩ নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর এলাকার একডাল মধ্যেপাড়া ও একডালা সুইচগেট মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে উভয় মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষ এ বেঁধে যায়।
সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এ সংঘর্ষে লিপ্ত হয় এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশকিছু বাড়িঘর ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্তনে আনলেও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
এ বিষয়ে সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ওই এলাকায় সংঘর্ষ নতুন কিছু নয়। এরআগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।