
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভুতবাড়িয়া গ্রাম থেকে গৃহবধূ রত্না খাতুনের (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুল মমিন প্রামানিকের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
উক্ত গৃহবধূর সাথে তার স্বামী আব্দুল মজিদ প্রামানিকের পারিবারিক কলহ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জেরে শুক্রবার রাতে তাদের মধ্যে আবারো ঝগড়া হয়। একপর্যায়ে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং শনিবার দুপুরে তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।