
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সার্বিক সহোযোগিতায় সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদ এর তত্বাবধানে চৌহালী উপজেলার দূর্গম চর অঞ্চল সদিয়া চাঁদপুর, স্থল ইউনিয়ন,উমরপুর ,বাঘুটিয়া ও খাসপুকুরিয়া ইউনিয়নের বানভাসি অসহায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা করা হয়।
গন অধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুল হক নুরের নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়।
সেখানে উপস্থিত ছাত্র নেতারা জানান যে , বাংলাদেশ গণ অধিকার পরিষদ সবসময় সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের পাশে থাকবে এবং সিরাজগঞ্জ জেলার যেকোনো দূর্যোগ মোকাবেলায় সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদ স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দেন।
সেখানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ইমরান হাসান কায়েস, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি আসাদ বিন রনি, সাধারণ সম্পাদক অর্নব হোসাইন, ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক আবির ইসলাম সবুজ সহ সিরাজগঞ্জ জেলা শাখার নেতা-কর্মীরা।