
সিরাজগঞ্জের তাড়াশে পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগে তাড়াশ উপজেলা শাখার আয়োজিত তাড়াশ পৌর কমিটি গঠন ও আলোচনা সভায় অনুষ্ঠিত, শনিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সঞ্জিত কর্মকার।
তিনি সম্মেলনে বিএনপির আন্দোলনের হুমকির জবাবে বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না। কারন আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়েই আওয়ামী লীগের জন্ম হয়েছে। আন্দোলনের নামে বিএনপি-জামায়াত আবারো দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করলে দেশের জনগনকে সাথে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের তাড়াশ উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে, সুলতান মাহমুদের সঞ্চালনায়,
বক্তব্য রাখেন – উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক মোজ্জাম্মেল হক মাসুদ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবিতা রানী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ-সহ উপজেলা ও স্থানীয় নেতা-কর্মীরা।