
নিজস্ব প্রতিবেদকঝ
সিরাজগঞ্জের তাড়াশে হাজী সম্মেলনের ১৭তম বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুরে তাড়াশ মার্কাস জামে মসজিদে উপজেলা হাজী কল্যাণ সমিতির আয়োজনে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন তাড়াশ কেন্দ্রীয় মার্কাস জামে মসজিদের সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেজবাউল করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, তাড়াশ পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি শামসুল ইসলাম মির্জা, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীউল হক শামীম, পেশ ইমাম মাওলানা আনিসুর রহমান, লুৎফর রহমান, মাওলানা আবদুস সালাম, আলহাজ্ব সুজাব আলী, আলহাজ্ব আবুল কালাম প্রমূখ।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও তাড়াশ মার্কাস জামে মসজিদে উপজেলা হাজী কল্যাণ সমিতির আয়োজনে আরাফাতের ময়দানের সাথীদের নিয়ে ১৭তম এই হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই হাজী সম্মেলনে তাড়াশ উপজেলার প্রায় ৫০০ হাজী উপস্থিত ছিলেন।