সিরাজগঞ্জের তাড়াশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিউজ ডেক্সঃ

সিরাজগঞ্জ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তাড়াশ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন।

সোমবার (২২ মে) সকালে তাড়াশ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলের আগে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের সভাপতিত্বে মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্যদেন ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি মহোদ , যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খাঁন ও মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ সহ নেতৃবৃন্দ । এছাড়াও মিছিলে অংশগ্রহন করেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগ সহ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

উল্লেখ্য, রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাদ কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২২ মে) সারা দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেয় আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: