মোহাম্মদ রবিউল হোসেন রবি

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান ০৬ আগস্ট শনিবার বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে।সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার প্রতিষ্টাতা সভাপতি ইঞ্জিনিয়ার আরফান উল্লাহ চৌধুরী আপেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোঃ ইফতেখার উদ্দীন চৌধুরী। উদ্বোধক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। প্রধান বক্তা ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পরিচালক, বিশিষ্ট লেখক ও কলামিস্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সভাপতি এস এম আজিজ, সাধারন সম্পাদক জাফর ইকবাল,চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহিন চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন নাজিম আক্তার আমিরী, রাউজান ব্লাড ডোনার্সের উপদেষ্টা এহসান উল্লাহ জাহেদী, রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি সিরাজদৌল্লাহ চৌধুরী দুলাল, সাইফুদ্দিন জহুর, অর্থ সম্পাদক নাছির,যুগ্ম সম্পাদক সাংবাদিক এমরান ফরহাদ, সাংবাদিক মোহাম্মদ রবিউল হোসেন রবি, মাওলানা দৌলত আলী খান, মো.রবিউল হোসেন চৌধুরী, দিদারুল আলম মোহাম্মদ রহিম, নাজিম উদ্দীন মহিউল ইসলাম কুতুব উদ্দিন মুমিন এ আর রাশেদ উদ্দিন সহ উত্তর জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার সভাপতি-সম্পাদকবৃন্দ। সভাশেষে সামাজিক ও মানবাধিকার বিষয়ে অবদান রাখায় ১২টি সংগঠন ও ৫ব‍্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!