মনোয়ার হোসেন সেলিম
স্টাফ রিপোর্টার।

নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন ৯ নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিলুপ্ত ছিট মহল বাসী। মোঃ আয়নাল মিয়ার পূত্র মোঃ ফুলচান মিয়া (কালা) তার একমাত্র শিশু পুত্র মোঃ নয়ন ইসলাম (৮) বছর। গত কয়েকদিন আগে নয়ন ইসলাম স্কুলে থেকে বাড়ী ফেরার পথে অটোরিকশায় সাথে ধাক্কা লেগে পড়ে যাওয়ার বাম পা টি ভেঙ্গে যায়। তাৎক্ষণিক মাইক্রো বাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরিক্ষা নিরিক্ষা শেষে সিধান্ত অনুযায়ী পা টি কেটে ফেলা হয়।
এমতাবস্থায় শিশুটির চিকিৎসার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা দিলেও পরিবার আর্থিক অবস্থার ভালো না থাকায় উন্নত চিকিৎসা দিতে অক্ষম হয়ে পড়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন শিশুটির পরিবার। (একটি শিশু আাগামী দিনের ভবিষ্যৎ) তাই সবাই এগিয়ে আছি শিশুটির জন্য। প্রয়োজনে মোবাইল পিতা মোঃ ফুলচান মিয়া (কালা) (০১৭৭৩৭৯৯৪৮৮), (০১৭২৩৭৪৬৪৫১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: