
এসএম হান্নান শাহ ঢাকা থেকে ::
বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সফল ও শ্রেষ্ট সংগীত শিল্পী হিসেবে “মাঁদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২২” পেলেন সংগীত শিল্পী লিসপা লায়লা ২৪ জুন বিকেল
৫ টারদিকে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও (ফাইভ স্টার) কাওরান বাজার, ঢাকায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে ” সন্ত্রাস,জঙ্গী ও দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয়”শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্টান
সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী একে এম মোজাম্মেল হক এমপি। সাবেক তথ্য সচিব,শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ ও পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব,অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি প্রাপ্তিতে সফল ও শ্রেষ্ট সংগীত শিল্পী হিসেবে বিশেষ অবদানে “মাঁদার তেরেসা” শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০২২’ সম্মাননা ও সনদপত্র পুরুস্কার গ্রহন করছেন। এদিকে তিনি মৌলিক গানে শ্রুোতাদের মাঝে প্রশংসিত হয়ে আধুনিক গানে বহু প্রতিভায় বিকশিত নারী কন্ঠশিল্পী হিসেবে লিসপা লায়লা। লিসপা’র এই পুরুস্কার প্রাপ্তির খবরে কাছের ভক্তঅনুরাগী সহ শ্রুতাদের মাঝে দেশব্যাপী সাংস্কৃতিক অঙ্গন জুড়ে অভিনন্দনের ঝড় চলছে।