
বি. এম. আশিক হাসান, জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রসিক ইউনিয়নের কার্যালয়ে এসে গাজীপুর জেলা ট্রার্ক ও কভার্ড ভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ গত ১৯ আগস্ট গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রী-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
গাজীপুর জেলা ট্রাক ও কভার্ড ভ্যান মালিক সমিতি সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন তার বক্তব্যে তিনি বলেন সারা দেশে প্রতিটি জেলায় শ্রমিক ইউনিয়ন মালিক সমিতির মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব রেষা-রেষি এবং উভয় সংগঠনে নেতৃবৃন্দ মধ্যে টানা পড়েন থাকে শুধু একটি মাত্র জেলা যেখানে কোন ভুল বোঝাবুঝি রেষারেষ দ্বিধাদ্বন্দ্ব কোন প্রকার বিবাদ নেই সেই জেলাটি হলো গাজীপুর জেলা বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সঙ্গে মালিক সমিতির নেতৃবৃন্দ সম্প্রীতি ও সম্পর্ক অটুট থাকুক থাকুক এ প্রত্যাশা ব্যক্ত করেন।
গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক শামসুল হক রানা সহ সকল নির্বাচিত নেতৃবৃন্দ কে ফুলের মাল্য দানের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেন গাজীপুর জেলা ট্রাক ও কভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন আহমেদ, সহ- সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, সহ- সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আলাউদ্দিন তপাদার, কোষাধ্যক্ষ মোঃ আজিজুল হক, প্রচার সম্পাদক মোঃ আইয়ুব আলী, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সড়ক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম (মারুফ), কার্যকারী সদস্য মোঃ নূর হোসেন, মোঃ মিন্টু মিয়া প্রমূ