মোঃ শাহাদাত হোসেন ভ্রাম্যমান প্রতিনিধি

-বগুড়ার শেরপুরে নদী থেকে মো: মহরম আলী খান(৪২) নামের এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) সকাল ০৯:০০ ঘটিকায় উপজেলার সীমাবাড়ীর বগুড়া বাজার ব্রীজ এলাকায় বাঙালী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মহরম আলী উপজেলা সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুকুড়িয়া গ্রামের মরহুম তাহেজ আলী খানের ছেলে। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খানের ছোট ভাই। এছাড়া মহরম আলী ছাত্রজীবনে চান্দাইকোনা ডিগ্রী কলেজ সংসদের জিএসসহ ইউনিয়ন ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

গত সোমবার (২২মে) বিকেলে বাড়ি থেকে বের হন মহরম আলী খান। এরপর আর বাড়ি ফেরেননি। পরে সম্ভাব্য সকল জায়গায় তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এরইমধ্যে বুধবার সকালে নদীতে লাশ ভাসছে-এমন খবর পেয়ে সেখানে যাই। একপর্যায়ে উদ্ধারের পর লাশটি ছোট ভাই মহরম আলীকে সনাক্ত করি। ভাই আব্দুল মান্নান, বোন শিউলি আক্তারসহ পরিবারের সকল সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে মহরম আলীকে খুন করে তার লাশটি নদীতে ফেলে দেওয়া হয়। যাতে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করা সম্ভব হয়। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনসহ খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা।

বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা বলেন, বাঙালি নদী থেকে ভাসমান অবস্থায় মহরম আলীর লাশটি উদ্ধার করা হয়েছে। তাই এই মুহুর্তে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব হবে না। তবে মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য নিহতের লাশ বগুড়ায় শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব হবে।
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: