মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে একই দিনে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যেুর ঘটনা ঘটেছে। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।নিহতরা হলো ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ছেলে
ছানোয়ার(১৭) মাস এবং বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে তাকবির(১৮) মাস। নিহতদের পরিবার ও এলাকাবাসীদের সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিশু ছানোয়ারকে খাওয়া দাওয়া করিয়ে তার মাতা বাড়ীর পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ছানোয়ারকে কাছাকাছি কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরবর্তীতে বিকেল ৩টার দিকে বাড়ীর পাশে পুকুরে ছানোয়ারকে পানির উপর ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে মৃতবস্থায় দেখতে পায়। অপরদিকে দুপুর ১২টার দিকে শিশু তাকবির নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকবিরকে বাড়ীর পাশে পুকুরে মৃতবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা পুলিশ উভয় মৃতের ঘটনাস্থল পরিদর্শন করা সহ মরদেহের সুরতহাল রিপোর্ট করেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় পৃথক পৃথক ইউডি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: