নুরনবী রহমান স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া’র সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে  উপজেলা পরিষদ চত্বরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক আব্দুর রউফ রুবেল এর সভাপতিত্বে ও সাংবাদিক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায়  মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী  কর্মকর্তা তাহমিনা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইমা আক্তার, সাংবাদিক পবন রায়, আতিক রহমান, সোহেল আক্তার মিঠু,  সাজু মিয়া,
খালিদ হাসান, সোহেল রানা মিন্টু, রশিদুর রহমান রানা, ফাহিমা আক্তার, কামরুল ইসলাম, সাইদুর রহমান সাজু, নুরনবী রহমান, আনিসুর রহমান মিটু,  তাহেরা জামান লিপি, মোহাম্মাদ আলী, আব্দুর রহমান,  বাকি বিল্লা, দুলাল, গোলাম রাব্বানী শিপন, মিজান, শমশের নুর খোকন, কামরুজ্জামান,আতাউর রহমান, আব্দুল বাছেদ, এস আই সুমন, আব্দুর রহিম, জাহিদ হাসানসহ উপজেলার বিভিন্ন পেশ ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত ইউএনও তাহমিনা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, বস্তুনিষ্ঠ সাংবাদ লেখনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। বাল্য বিবাহ, ইভটিজিং, দুর্নীতি, অবৈধ সরকারি ভ‚মি দখল, বালু উত্তোলন, মাটির টপ সোয়েল উত্তোলন বন্ধে ও একটি সুন্দর উপজেলা গড়তে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: