নীলফামারী সদর উপজেলার আওয়াতাধীন কচুকাটা ইউনিয়নের অন্তর্গত কচুকাটা উত্তরপাড়া দাখিল মাদরাসা। শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে কচুকাটা উত্তরপাড়া দাখিল মাদরাসা। নীলফামারী সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত অঞ্চলের এই প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের কোমলপ্রাণ শিশুদের শিক্ষাসেবা সুনিশ্চিত করতে পথিকৃৎ হিসাবে কাজ করে যাচ্ছে। এবতেদায়ী থেকে দাখিল শ্রেণী পর্যন্ত প্রায় ৩১৩জন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই শিক্ষাঙ্গন।

জানতে চাইলে একাধিক অভিভাবক এই প্রতিবেদককে জানান, “প্রতিষ্ঠানটি অতীতের যেকোনো সময়ের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান পরীক্ষার ফলাফन বিদ্যালয়ের সার্বিক সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে শ্রেষ্ঠ সময় পার করছে। এজন্য মাদরাসার সুপারসহ সকল শিক্ষক-কর্মচারী এবং ম্যানেজিং কমিটির আন্তরিক মানসিকতার প্রশংসা করেন তারা”।

প্রতিক্রিয়া জানতে চাইলে কচুকাটা উত্তরপাড়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মোঃ হযরত আলী বলেন, “আমি আমার সকল সহকর্মীসহ ম্যানেজিং কমিটি এবং এলাকার সুধীজনদের সাথে সমন্বয় করে প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ সহ মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বর্তমান সরকারের গৃহীত শিক্ষাখাতে আধুনিকায়ন এবং সৃজনশীল পদ্ধতির সাথে সঙ্গি রেখে আমরা নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: