
নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন ছাতনাই কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে ছাতনাই কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ডিমলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত অঞ্চলের এই প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের কোমলপ্রাণ শিশুদের শিক্ষাসেবা সুনিশ্চিত করতে পথিকৃৎ হিসাবে কাজ করে যাচ্ছে। প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ২৬৭জন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই শিক্ষাঙ্গন।
উল্লেখ্য, ২০২২ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ৪১জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ০৮ জন বৃত্তি পাওয়ার মধ্য দিয়ে বিদ্যালয়ের সাফল্যে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে।
জানতে চাইলে একাধিক অভিভাবক এই প্রতিবেদককে জানান, “প্রতিষ্ঠানটি অতীতের যেকোনো সময়ের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান পরীক্ষার ফলাফन বিদ্যালয়ের সার্বিক সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে শ্রেষ্ঠ সময় পার করছে। এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-কর্মচারী এবং ম্যানেজিং কমিটির আন্তরিক মানসিকতার প্রশংসা করেন তারা”।
প্রতিক্রিয়া জানতে চাইলে ছাতনাই কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছার আলী বলেন, “আমি আমার সকল সহকর্মীসহ ম্যানেজিং কমিটি এবং এলাকার সুধীজনদের সাথে সমন্বয় করে প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ সহ মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বর্তমান সরকারের গৃহীত শিক্ষাখাতে আধুনিকায়ন এবং সৃজনশীল পদ্ধতির সাথে সঙ্গি রেখে আমরা নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছি”।