
শিক্ষক নির্যাতন বন্ধে
রাজবাড়ীতে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ
শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ
অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২ জুলাই ) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের আয়োজনে প্রেসক্লাবের সামনে ওই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের সহ সভাপতি আজিজুল হাসান খোকা, সাবেক সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক ইকবাল হাসান, লুৎফর রহমান লাবু, স্বপন কুমার দাস প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা এ সময় সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার তীব্র নিন্দা জানান। সেই সাথে শিক্ষকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বক্তৃতার ফাকে ফাকে অনুষ্ঠিত হয় গনসংগীত।