শান্তি সমাবেশে গিয়ে হামলার স্বীকার হলেন যুবলীগ নেতা মনিরুজ্জামান। জানা যায় পুর্ব পরিকল্পনামতো যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির এর উপর হামলা চালায় ২৫ নং ওর্য়াডের কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টু সহ তার সমর্থকরা। এই বিষয়ে ভুক্তভোগী মনিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশ এর মত জায়গায় তার উপর হামলার প্রতিবাদে অভিভাবক হিসেবে কেন্দ্রীয় নেতা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ তিনি তুলে ধরেন…….

বরাবর
মাননীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি
ঢাকা, বাংলাদেশ।
বিষয় : ন্যায় বিচার প্রসঙ্গে।

মহোদয়

যথাযথ সম্মানপূর্বক আপনার নিকট এই উপস্থাপন করছি যে, অদ্য রোজ শুক্রবার ২৫/০৮/২০২৩ইং তারিখ আনুমানিক বিকাল ৬টা সময় ২৩নং বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কার্যালয়ের মূল সড়কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ চলাকালীন এবং আপনার উপস্থিতিতে আপনার বক্তব্য চলাকালীন সময় ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি আলহাজ্ব আনোয়ার ইকবাল সান্টু পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার উপর অতর্কিত হামলা করে এবং গণপিটুনির মাধ্যমে প্রাণ নাশের চেষ্টা করে। আমার অপরাধ ২০০১ সাল থেকে অদ্যাবধি ঢাকা মহানগর যুবলীগ দক্ষিন অন্তর্গত লালবাগ থানার ২৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছি এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এবং আপনি জননেতা জনাব ওবায়দুল কাদের (এমপি) স্যারের দিক নির্দেশনায় বাংলাদেশ আওয়ামীলীগের মূলধারার রাজনীতির সাথে কর্মী নিয়ে মিটিং মিছিলসহ সর্বধরনের কর্মসূচিতে অংশ গ্রহন করার অপরাধে আমার উপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ন কবির ভাইয়ের একনিষ্ঠ কর্মী হিসেবে ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি আলহাজ্ব আনোয়ার ইকবাল সান্টু আওয়ামীলীগকে সু-সংগঠিত করার মিথ্যা উদ্যোগ হিসেবে আওয়ামী বিরোধী জামাত জোট বিএনপিকে সংগঠিত করাই তার লক্ষ্য এবং মূল ধারার আওয়ামীলীগ নেতা কর্মীদেরকে পেশী শক্তি প্রয়োগসহ হুমকি ধামকি মারধর এবং বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্র দিয়ে মিথ্যা মামলা করার পায়তারা করে আসছে।

এমতাবস্থায় আপনার নিকট আকুল আবেদন অদ্যকার ঘটনা ২৩নং বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রিয় কার্যালয়ের পার্টি অফিসের সামনে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করে আমার ন্যায় বিচার সম্পন্ন করার প্রার্থনা করছি এবং আমার জীবনের নিরাপত্তার আকুল আবেদন করছি।

বিঃ দ্রঃ বিএনপি পরিবারের এই সদস্য ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি আলহাজ্ব আনোয়ার ইকবাল সান্টু’র এই অপরাজনীতি নিষিদ্ধ করে আওয়ামীলীগকে সু-সংগঠিত করার জন্য ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মাঠের তৃনমূল নেতাকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হোক।

অতএব উপরোক্ত বিষয় বিবেচনা করে আপনার সুচিন্তিত পদক্ষেপ গ্রহন করে আমাকে কর্মী হিসেবে

কৃতজ্ঞতায় বাধিত করবেন।

নিবেদক

মোঃ মনিরুজ্জামান তালুকদার

২৫নং ওয়ার্ড যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণ মোবাইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: