
এস.এম.আরফান আলী:
শহর থেকে দূরে শিক্ষার আলো জ্বালিয়ে দিতে ঘরে ঘরে আর্ন এন্ড লিভ। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে আর্ন এন্ড লিভ। রমজানকে সামনে রেখে মধুপুরে প্রায় শতাধিক পাহাড়ি উপজাতি প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মাঝে গরুর গোস্ত বিতরণ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ। আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী মির্জাপুরের সন্তান ফরিদা ইয়াসমিন নির্দেশে ২১ শে মার্চ ফ্রেন্ড অফ আর্ন এন্ড লিভের নিজস্ব অর্থায়নে মধুপুর টিম একটি গরু ক্রয় করে।পরদিন ২২ শে মার্চ দুপুর ১২ টার দিকে মধুপুর ২ নং ওয়ার্ডে জটাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপজাতি, প্রতিবন্ধী ও অসহায় দুস্থ মানুষ জামায়াত হয়।জোহর নামাজ শেষে আর্ন এন্ড লিভের সদস্যরা তাদের মাঝে গরুর গোশত বিতরণ করে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আর্ন এন্ড লিভ টিমের সকল সদস্যরা।গরুর গোশত হাতে পেয়ে সকলের মুখে হাসি ফুটে ওঠে সেই সঙ্গে সংগঠনের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনের জন্য প্রাণভরে দোয়া করে। প্রতিষ্ঠানটির পরিচালকের পক্ষ থেকে আরো জানানো হয় তাদের এই কাজ প্রতিটি জায়গায় অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অতিথিরা সবাই আর্ন এন্ড লিভ ও এর প্রতিষ্ঠাতার এমন সামাজিক কাজের প্রসংশা করেন এবং ফরিদা ইয়াসমিনের মত সমাজের সকল বিত্তশালীদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান