
এইচ এম শাহরিয়ার কবির, সাহিত্য সম্পাদক
বাংলাদেশের সুপরিচিত মানবিক ফাউন্ডেশন শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর সাংগঠনিক ও মানবিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগামী ২ বছরের জন্য (২০২৩-২০২৫) ৫০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর একটি তালিকা প্রকাশ করা হয়।
গত ১২/৯/২০২৩ ইং রোজ মঙ্গলবার সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ সোহাগকে চেয়ারম্যান এবং মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লাকে প্রধান উপদেষ্টা করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্নান্য সদস্যরা হলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, জনাব মো: রুস্তম আলী। ভাইস চেয়ারম্যান, জনাব মোহাম্মদ মোমেন মিয়া, জনাব বিলকিস খানম কাজল ,জনাব আজিম উদ্দিন আজু, জনাব ইলিয়াছ আহমেদ মহাসচিব, জনাব মো: আবুল কালাম আজাদ যুগ্ম মহাসচিব, জনাব মজিবুর রহমান , জনাব রাজু আহম্মেদ, জনাব মো: নাজমুল হাসান, জনাব ফারহানা ফারুক (ইতালি প্রবাসী), জনাব শফিকুল ইসলাম সেতু
জনাব মো: রমজান আলী, জনাব মিজানুর রহমান
জনাব মোশারফ হোসেন (ইতালি প্রবাসী)। মুখপাত্র, জনাব মো: মাহবুবুর রহমান। সাংগঠনিক সম্পাদক, জবাব সারোয়ার মাহিন। সহ সাংগঠনিক সম্পাদক, জনাব এম. এ. মান্নান মান্না, জনাব মো : আজিজুল হক।
কোষাধ্যক্ষ, জনাব রুপালি আক্তার ডেইজি। প্রচার সম্পাদক, জনাব মো: সজিব।
সহ প্রচার সম্পাদক, জনাব গুলে জন্নাত আফরোজ। আইন বিষয়ক সম্পাদক,
এ্যাডভোকেট এরশাদুল কাউছার।
আই সি টি বিষয়ক সম্পাদক,
জনাব স্বাধীন লাভলু। সহ আই সি টি বিষয়ক সম্পাদক, জনাব নাছিম হোসেন (রাজিব)।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জনাব মো: রেজাউল করিম (ইতালি প্রবাসী)।
দপ্তর সম্পাদক, জনাব তাজুল ইসলাম। সহ দফতর সম্পাদক, জনাব শিবলু আলম। শিক্ষা বিষয়ক সম্পাদক, জনাব ফাহিমা আক্তার । সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, জনাব তাহুড়া আক্তার।পাঠাগার বিষয়ক সম্পাদক, জনাব জাহিদুল ইসলাম। মহিলা বিষয়ক সম্পাদক, জনাব সুমনা পারভীন। সহ মহিলা বিষয়ক সম্পাদক, জনাব পম্পা রাণী ভৌমিক। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক, ডাঃ কাজী তারানূর আহমেদ (বাবলু) সহ স্বাস্থ্য ও চিকিৎসা বিয়ষয়ক সম্পাদক, ডাঃ মাহফুজা আক্তার মিশু (ইতালি প্রবাসী)। পরিবেশ বিষয়ক সম্পাদক, জনাব দিলায়ারা দিবা। সাহিত্য বিষয়ক সম্পাদক, জনাব তাসলিমা বেগম । সহ সাহিত্য বিষয়ক সম্পাদক, জনাব ফারহানা পারভীন জুই। সংস্কৃতিক বিষয়ক সম্পাদক,
জনাব উম্মে রায়হানা লিয়া। সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জনাব রোজিনা বেগম। ধর্ম বিষয়ক সম্পাদক, জনাব এইচ এম শাহরিয়ার কবির। সহ ধর্ম বিষয়ক সম্পাদক, জনাব শাহনাজ পারভীন। ত্রান ও পুর্ণবাসন সম্পাদক, ইন্জিনিয়ার বদিউল আলম সুমন। সহ ত্রান বিষয়ক সম্পাদক,
জনাব মিনহাজুল ইসলাম। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, জনাব এনাম আনন্দ। সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, জনাব অধরা আলো
নির্বাহী সদস্য, জনাব সাইফুল ইসলাম, জনাব সফিকুল ইসলাম ( লালু মাস্টার), জনাব আছমা আক্তার, জনাব আমিন মুক্তাদির। উপদেষ্টা পরিষদে আছেন হাজী জসিম উদ্দিন (ইতালি প্রবাসী), জনাব বশির উদ্দিন (ইতালি প্রবসী), জনাব আবু সায়েম লিটন (সৌদি প্রবাসী), জনাব শফিকুল ইসলাম শাহাদাৎ (ইতালি প্রবাসী), আলহাজ্ব ফাইজুর রহমান সরকার , জনাব শফিকুল ইসলাম, জনাব সুমাইয়া ইসলাম (ইতি), জনাব মোহাম্মদ নেছার আলী, জনাব আব্দুল মোমেন শিকদার, জনাব লাইজু খান ( উপদেষ্টা), জনাব সুবোধ কুমার ভৌমিক, জনাব শরীফ উদ্দিন (ইতালি প্রবাসী), জনাব মো: আনোয়ার হোসেন।
নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহাগ বলেন, শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন সর্বদা আল্লাহর সন্তুষ্টি নিয়ে মানবসেবায় কাজ করে যাচ্ছে, এটি কারো কোন ব্যক্তি সংগঠন নয়, সংগঠনের প্রত্যেকটা সদস্য এখানকার দায়িত্বশীল, আমরা সবাইকে একসাথে নিয়ে মানবসেবায় এক বিশেষ অবদান রাখতে চাই।