
লালপুর(নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি পালন উপলক্ষে বুধবার ১৭ আগষ্ট দুপুরে উপজেলা গোপালপুর বণিক সমিতির সদস্য আমিরুল ইসলামের আয়োজনে আজিম নগর রেলওয়ে স্টেশন চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু প্রবীণ জোট কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রবীণ জোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লে: কর্ণেল (অব) রমজান আলী সরকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু, এবি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিন্টু,দুয়ারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান লিটন প্রমূখ।