মোঃ আবু জাহিদ, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত (২০ মে ২০২৩) তারিখ দুপুর তিন ঘটিকার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের একাদশ শ্রেণীর ছাত্র তানজীলকে পান্টি স্কুল মাঠে প্রকাশ্যে ধারালো ডেগার ছুরি দিয়ে হত্যা করে তারই বন্ধু ওবাইদা ওরফে ইমন।

এ প্রেক্ষিতে (২২ মে ২০২৩) তারিখ নিহতের পিতা মো মনিরুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং ২৪ তারিখঃ ২৮/০৪/২০২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

উক্ত হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে র‍্যাব আসামীদের গ্রেফতারের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‍্যাব-১২’র একটি আভিযানিক দল র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত হত্যাকান্ডের এজাহারনামীয় পলাতক প্রধান আসামি ওবায়দুল@ ওবাইদা@ ইমন (১৯) পিতা- মিলন হোসেন সাং-পান্টি থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া, কে অদ্য (২৩ মে ২০২৩) তারিখ দিবাগত রাত ২ঃ০০ ঘটিকায় খুলনার রেল স্টেশনের এলাকা হতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: