রায়গঞ্জে প্রয়াত এমপি গাজী ইসহাক হোসেন তালুকদারের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত।

 

সিরাজগঞ্জের  রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার প্রয়াত এমপি গাজী ইসহাক হোসেন তালুকদারের ৮ম মৃত্যু বার্ষিকী পালন  উপলক্ষ্যে ধামাই নগর ইউনিয়নে শোক র‍্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাঁকাই কবরস্হান মাঠে দোয়া ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (৬ অক্টোবর)  শোক সভায় সাবেক এমপি মরহুম গাজী ইসহাক হোসেন তালুুকদারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার ও ধামাইনগর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রহমত আলী।

 

এ সময় উপস্থিত ছিলেন,  মরহুমের ছোট ছেলে রায়গঞ্জ উপজেলা পরিষদ সুযোগ চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, বড় ছেলে ধামাইনগর ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়াম্যান রাইসুল হাসান সুমন,  উপজেলা আওয়ামী লীগের সদস্য ও অনলাইন দৈনিক দৃশ্যপটের সম্পাদক আলহাজ্ব নুরুল হক নয়ন,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল খায়ের,সাপোর্ট গ্রুপের কোষাধক্ষ্য আমিনুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপোর্ট গ্রুপ। দোয়া শেষে,তবারকের আয়োজন করা হয়। উল্লেখ্য, গাজী ইসহাক হোসেন তালুকদার ১৯৮৬ সালে, ২০০৮ সালে ও ২০১৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ৫ বার মনোনীত হন ৩ বার জাতীয় সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনরত অবস্থায় ২০১৫ সালের ৬ অক্টোবর মৃত্যু বরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Don`t copy text!
%d bloggers like this: