সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশায় থাকা মাদ্রাসার এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে ধানগড়া-ব্রহ্মগাছা আঞ্চলিক সড়কের কয়ড়া শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসার শিক্ষকের নাম মুফতি মনিরুল ইসলাম। তিনি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা ও বেলকুচি উপজেলার টেংরাখালি মাদ্রাসার শিক্ষক। 

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওয়াসিম আহমেদ ঢাকা পোস্টকে জানান, শিক্ষক মনিরুলসহ কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ধানগড়ার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মনিরুল। এ ঘটনায় আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী।

তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং অটোরিকশা থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Don`t copy text!
%d bloggers like this: