বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে প্রায় এক কেজী গাঁজাসহ মোঃ মাহমুদ হাসান(২৯) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ২টা দিকে উপজেলার

গিলাতলা বাজারস্থ গিলাতলা সরকারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে তাকে আটক করা হয়। আকট মোঃ মাহমুদ হাসান মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের ছেলে।

 

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম আটকটের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের একটি চালান নিয়ে গিলাতলা বাজারে অবস্থান করছে এক মাদক কারবারী এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় গিলাতলা বাজারের নাইট গার্ড, বাজার কমিটি ও গ্রাম পুলিশের সহযোগিতায় ৯শত গ্রাম গাঁজাসহ মোঃ মাহমুদ হাসানকে আটক করা হয়েছে। আটক মোঃ মাহমুদ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: