রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ

রাজশাহীর গোদাগাড়ী থেকে দিন দুপুরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএর) লাগানো ৭ টি দামি গাছ কেটে নিয়ে চলে গেছে দূবৃত্তরা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১২ টার মধ্যে গাছ গুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেওপাড়া ইউনিয়নের ছয়ঘাটি থেকে পালপুর রস্তার যুগিডাইং মোড়ের ৫০০ গজ পূর্বের রাস্তায় লাগানো ৪টি নিমগাছ, ১টি বাবলা, ১টি মেহগুনি ও ১টি আমগাছ সকাল ৬ টা থেকে ৮/১০ জন লোক কাটতে শুরু করে। তাদের সাথে গাছ কাটার সরঞ্জামসহ একটি ট্রলি ছিলো। দুপুর সাড়ে ১২ টার মধ্যে তার গাছ গুলো কেটে ট্রলিতে উঠিয়ে নিয়ে চলে যায়। গাছ গুলোর আনুমানিক মূল্য দেড় লক্ষাধিকা টাকার উপরে। যে জায়গার গাছ কাটা হয়েছে সেখানে আব্দুল করিম নামের বাড়ীর পাশ্বেই এই গাছ চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা আরো জানান, সকাল থেকে অচেনা কিছু মানুষ গাছ কাটতে দেখে আব্দুল করিমের স্ত্রী তাদের কাছে জানতে চাই কোথা থেকে গাছ কাটতে এসেছেন কেনো গাছ কাঠছেন। এর জবানে তারা জানান , আমরা পবার বিন্দারামপুর থেকে এসেছি তবে গাছ কাটার কারণ জানান নি। এই যুগিডাইং এলাকা থেকে মাত্র ১ কিলোমিটার দূরে দেওপাড়া ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ থেকে সামান্যতম কাছে দামি গাছগুলো চুরির ঘটনায় স্থানীয়রা বিষ্মিত হয়েছেন।

এই বিষয়ে গোদাগাড়ী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএর)-১ জোনের সহকারি প্রকৌশলী আব্দুল লতিফ জানান, ওই এলাকাটি কাকনহাট জোনের আওতায় পড়ে। বিষয়টি আমার জানা নেই। হয়তো কাকনহাট জোনের সহকারি প্রকৌশলীকে বলে থাকতে পারে। আমিও বিষয়টি খোঁজ খবর নিচ্ছি বলে জানান।
এ ব্যাপারে দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের সাথে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: