
শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি শাহিন শেখ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে সংবর্ধনা প্রদান করেছে রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রলীগ।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে রাজবাড়ী সরকারী কলেজ হলরুমে সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ ফকীর নুরুজ্জামান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি রাহাত শেখ, সাধারণ সম্পাদক দেব জ্যোতি নাগ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কমিটির সভাপতি শাহিন শেখ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ছাত্রলীগকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।