শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধি ঃঃ
রাজবাড়ী রেলওয়ে রাস্তা চালু রাখা ও ইএন কতৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকাল ৫ টায় রাজবাড়ী স্টেশন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী পৌর সভার কাউন্সিল মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা ওয়াকার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, আবু কাওছার আহমেদ, শ্যামল গোস্বামী, লিয়াকত আলী চৌধুরী, আঃ রব, বীরমুক্তিযোদ্ধা মোহন শেখ, রাজবাড়ী পৌর ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আঃ মান্নান মোল্লা, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল হোসেন, কাউন্সিল আবু হাসান, কাউন্সিলর মাহাতাব উদ্দিন তৌহিদ, কাউন্সিলর আঃ রব, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি এ্যাড. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর আরবান আলী প্রমুখ।
পরিচালনা স্বপন কুমার দাস।
বক্তারা বলেন, শত বছরের রাস্তা বন্ধ করে রেলওয়ের প্রকৌশলী ইচ্ছামতো কাজ করতে চাচ্ছে। এলাকার লোকজন তার সাথে কথা বলতে গেলে তিনি কাউন্সিলর সহ কয়েকজনকে আাসামী করে মামলা দায়ের করেছে। বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ইএন চক্রান্ত করছে। মামলা প্রত্যাহার না করলে বাজার, চিকিৎসা, মানুষের সাথে চলাচল বন্ধ করে দেওয়া হবে। তাকে রাজবাড়ী থেকে প্রত্যাহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Don`t copy text!
%d bloggers like this: