
শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলা শহরের অঙ্কুর স্কুল এন্ড কলেজ থেকে বিলুপ্ত প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত তক্ষকটির বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছেন সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ খায়ের উদ্দিন আহম্মেদ।
বুধবার ( ২২ জুন ) বেলা সোয়া বারোটার সময় অঙ্কুর স্কুল এন্ড কলেজ থেকে ওই তক্ষকটি উদ্ধার করা হয়েছে।
অঙ্কুর স্কুল এন্ড কলেজের অফিস সহাকারী,কল্লোল আহম্মেদ বলেন, বুধবার আমি অফিস কক্ষ পরিষ্কার করতে গিয়ে ওই তক্ষকটি দেখতে পাই। সেটিকে ধরে একটি পলিথিন ব্যাগে ভরে সদর উপজেলা প্রানী সম্মদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাই। এবং তখনই জানতে পারি এটি বিলুপ্তি প্রায় অনেক টাকা দামী তক্ষক।
সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ খায়ের উদ্দিন আহম্মেদ বলেন, উদ্ধারকৃত তক্ষকটি বেশ বড় আকৃতির । এটি ২০০ গ্রাম ওজনের একটি তক্ষক। যার বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা হবে। একটি চক্র তাদের হীন মৌনতার কারনে এসল প্রানী ধ্বস করছে। তক্ষকটির ব্যপারে বন বিভাগ ঢাকার কর্মকর্তা কনক রায়ের সাথে কথা হয়েছে। তাদের একটি টিম এটিকে বনে অবমুক্ত করবেন বলে জানিয়েছেণ।